ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাসাইলে বাল্যবিবাহ পণ্ড

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১৭ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসাইলে বাল্যবিবাহ পণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। কিশোরীর নাম ভাগ্য সরকার (১৪)। সে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী গ্রামের পরেশ সরকারের ছেলে প্রভাত সরকারের সঙ্গে বাসাইল পূর্বপাড়ার দশরত সরকারের মেয়ে ভাগ্য সরকারের বিয়ের দিন ধার্য করা হয়। সে অনুসারে বাড়িতে নানা পর্যায়ের অতিথি জড়ো হয়ে বিয়ের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন ও ভোজের আয়োজন করা হয়।

বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আহসান ঘটনাস্থলে পৌঁছে কনেপক্ষের মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।  

 

 

 


রাইজিংবিডি/টাঙ্গাইল/১৭ আগস্ট ২০১৫/শাহরিয়ার সিফাত/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়