ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাসের ধাক্কায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৮, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসের ধাক্কায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

জাবি সংবাদদাতা : বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের নাজমুল হাসান রানা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরতর আহত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের ৪৩তম ব্যাচের আরাফাত নামে অপর এক শিক্ষার্থী।

শুক্রবার ভোর ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় এ ঘটনা ঘটে। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী। নিহত নাজমুল হাসান রানা পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাজমুল হাসান রানা ও আরাফাত সাভারের কলমায় অবস্থিত মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাত শেষ করে অটোরিকশা যোগে ক্যাম্পাসে ফিরছিলেন। তাদের অটোরিকশা সিএমবি ও বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৌতম ঘোষ। গুরুতর আহত শিক্ষার্থী আরাফাতের চিকিৎসা চলছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সাভার মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান।



রাইজিংবিডি/জাবি/২৬ মে ২০১৭/তহিদুল ইসলাম/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়