ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাহুবলীর জলপ্রপাত দৃশ্যের শুটিং যেভাবে হয়েছে (ভিডিও)

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাহুবলীর জলপ্রপাত দৃশ্যের শুটিং যেভাবে হয়েছে (ভিডিও)

বাহুবলি সিনেমার দেভারা গানের একটি দৃশ্যে তামান্না

বিনোদন ডেস্ক : চারটি ভাষায় (তেলেগু, তামিল, হিন্দি, মালায়ালাম) মুক্তিপ্রাপ্ত বাহুবলি সিনেমাটি মুক্তির পরপরই বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে। প্রভাস আর তামান্না জুটি মাতিয়েছে দর্শকদের। কিন্তু সেই যে জলপ্রপাতের দৃশ্য? যেখানে তাদেরকে রোমান্টিক গান ‘দেভারা’য় দেখা গিয়েছিল, সেটা কীভাবে হয়েছিল?

 

সম্প্রতি প্রকাশিত হয়েছে তারই ভিডিও। ‘বাহুবলি মেকিং অব দেভারা ভিডিও সং’ নামক ভিডিওটিতে দেখানো হয়েছে জলপ্রপাতের দৃশ্যের প্রভাস-তামান্নার গানটির শুটিং আসলে কীভাবে করা হয়েছে। টুকরো টুকরো কিছু দৃশ্যে দেখানো হয়েছে কীভাবে গ্রিন স্ক্রিনে শুট করে তা VFX-প্রযুক্তির মাধ্যমে একটা পুরো দৃশ্য তোলা হয়েছে।

 

সিনেমাটির প্রায় ৯০ শতাংশ কাজ হয়েছে VFX-এর ওপর ভিত্তি করে। সিনেমাটিতে ৪৫ থেকে ৫০ হাজার ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহার হয়েছে। তারই একটি ছোট্ট উদাহরণ সম্প্রতি প্রকাশিত দেভারা গানটির মেকিং।

 

ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বাহুবলি। সিনেমাটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী সহ অনেকে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়