ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুপার মক কাপে প্রথম জয় বাংলাদেশি কিশোরদের

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১৩ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপার মক কাপে প্রথম জয় বাংলাদেশি কিশোরদের

ক্রীড়া প্রতিবেদক : মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য সুপার মক কাপের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ান ক্লাব সাস্বকো এফসি এর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বাংলাদেশের কিশোররা। এর আগে প্রথম ম্যাচটি হেরেছিল তারা।

 

ইন্দোনেশিয়ার সাস্বকো এফসি শেষ মুহূর্তে মায়ানমার অনূর্ধ্ব-১৪ দলের পরিবর্তে অংশগ্রহণ করেছিল। মঙ্গলবার সকাল দ্বিতীয় গ্রুপ ম্যাচে মালয়শিয়ার সেলাঙ্গরের প্যানাসনিক ন্যাশনাল স্পোর্টস সেন্টারে সাস্বকো এফসি এর মুখোমুখি হয় বাংলাদেশের কিশোররা।

 

বাংলাদেশের উদ্দীপিত অংশগ্রহণে খেলার শুরুতেই ১৮ তম মিনিটে সুন্দর এক প্রতি-আক্রমণ এর মাধ্যমে মিরাজ মোল্লার ফিনিশিংয়ে এগিয়ে যায়। এরপর সাস্বকো এফসি ৪৬তম মিনিটে আমানার আব্দিল্লাহর গোলে ম্যাচে সমতা আনে। বাংলাদেশ দ্রুত পাল্টা জবাব দেয় এবং আরিফ হোসেনের গোলে ৪৮ তম মিনিটে পুনরায় এগিয়ে যায়।

 

সাস্বকো এফসি পুনরায় ৫৬ তম মিনিটে ম্যাচে সমতা আনে আন্দ্রির গোলে। মিরাজ মোল্লা ৫৯ তম মিনিটে তার দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশের জয় নিশ্চিত করে।

 

বাংলাদেশের কিশোররা অসাধারণ ফুটবল খেলে এবং ম্যাচ জুড়ে তাদের আধিপত্য বজায় রাখে। মিরাজ মোল্লা, আরিফ হোসেন এবং ক্যাপ্টেন ফাহিম মোরশেদ ৬-৭ টি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি, যা সফল হলে স্কোরলাইন আরও বড় হতে পারতো। গোলকিপার ইমন হাওলাদার ২ বার প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেয়।

 

বাংলাদেশের কিশোরদেরকে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের পরবর্তী গ্রুপ ম্যাচ জিততে হবে কাপ নক-আউট পর্বে সুযোগ পাবার জন্য।

 

বাংলাদেশের পরবর্তী গ্রুপ ম্যাচ বুধবার সকালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের বিপক্ষে মাঠে নামবে

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৬/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়