ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএসআরএমের লভ্যাংশ ঘোষণা

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসআরএমের লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের জন্য বিএসআরএম লিমিটেড ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

 

এর আগে বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছে ৪.৭৮ টাকা এবং শেয়ারপ্রতি ডাইলুটেড ইপিএস ৪.৭৫ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ৫৫.২৮ টাকা ও শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে (১০.১৬) টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭০ পয়সা এবং ডাইলুটেড ইপিএস ছিল ৬৮ পয়সা।

 

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/নিয়াজ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়