ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঢাকা থেকে ‍মুম্বাই যাবে ইংল্যান্ড

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ৩১ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা থেকে ‍মুম্বাই যাবে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের পর ইংল্যান্ডের পরবর্তী মিশন ভারত। ভারতে ৫টি টেস্ট, ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ঢাকা টেস্ট দুদিন আগে শেষ হলেও নির্ধারিত সময়ে ঢাকা ছাড়বে ইংল্যান্ড ক্রিকেট দল।

 

আগামী ২ নভেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে জেট এয়ারওয়েজ মুম্বাই যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগে থেকেই ফ্লাইট বুকিংথাকায় দুইদিন বেশি বাংলাদেশে থাকতে হচ্ছে তাদেরকে। তবে ঢাকায় বসে থাকবে না ইংলিশ ক্রিকেটাররা।

 

বিসিবির প্রস্তাবের পর ভারত সিরিজে থাকা সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করবে ইংল্যান্ড ক্রিকেট দল। আজ তারা অনুশীলন করেননি। হোটেলে সুইমিং, জিম করে সময় কাটিয়েছেন। মঙ্গলবারই শুধু অনুশীলন করার সুযোগ পাচ্ছেন তারা। 

 

দলটির কোচ ট্রেভর বেইলিসের বিশ্বাস তার শিষ্যরা ভারতের মাটিতে ঠিকই স্বরূপে ফিরে আসবে। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেইলিস টেস্ট স্কোয়াডে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৬/ইয়াসিন/ আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়