ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

২০ দলের বিক্ষোভ কর্মসূচির তারিখ পরিবর্তন

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ৩০ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০ দলের বিক্ষোভ কর্মসূচির তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিল এবং দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। নতুন তারিখ আগামী ৬ সেপ্টেম্বর হবে বলে বুধবার রাতে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আগামী ৫ সেপ্টেম্বর এই কর্মসূচি দেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী থাকায় ওই তারিখ পরিবর্তন করা হয়েছে।

 

এরআগে রোববার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। যদিও জোটের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ আগস্ট শরিকদের সঙ্গে বসেছিলেন খালেদা জিয়া।

 

রোববারে বৈঠকের শুরুতে জোটের অন্যতম শীর্ষ নেতা জাতীয় পার্টির একাংশের নেতা প্রয়াত কাজী জাফরের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

বৈঠক সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও আলোচনায় প্রধান্য পায়। জোটের কয়েকজন নেতা এই ইস্যুতে হরতাল দেওয়া কথা বললেও বেশিরভাগ নেতাই এর বিরোধিতা করেন।

 

তারা বলেন, জোটের প্রতিকুল পরিবেশে এই মুহূর্তে বড় কর্মসূচিতে যাওয়া ঠিক হবে না। এমনকি ঢাকায় বড় ধরনের সমাবেশ করার বিষয়ে আলোচনা হলেও সেটিও বাদ দেওয়া হয়। পরে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

 

১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পর আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হতে পারে। সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

 

রাত পৌনে ৮টার দিকে বৈঠক শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আবদুুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) ফজলে রাব্বী চৌধুরী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, খেলাফত মজলিশের মওলানা ইসহাক, ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার সায়েদুল হাসান, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, সাম্যবাদী দলের চেয়ারম্যান সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।





রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৫/রেজা/রণজিৎ/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়