ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিচার প্রার্থীরা যেন ন্যায়বিচার পায় : আইনমন্ত্রী

এমএ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচার প্রার্থীরা যেন ন্যায়বিচার পায় : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আইনজীবী ও বিচারকদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের যা যা প্রয়োজন আমরা দেব, বিনিময়ে বিচার প্রার্থীরা যেন ন্যায়বিচার পায় সেটা আপনারা করবেন।

 

প্রয়াত রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের নামে নামকরন করা ঢাকা আইনজীবী সমিতির নবনির্মিত মিলনায়তনের উদ্বোধন এবং আইন পেশায় ৫০ বছর পূরণ করা ১৭ জন আইনজীবীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আইনমন্ত্রী বলেন, ‘বিজ্ঞ আইনজীবীদের সংবর্ধনায় এসে আমি আজ আমার পিতাকে (মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক) মিস করছি। কারণ, যারা আজ সংবর্ধনা পাচ্ছেন তাদের অনেকেই তার সঙ্গে মিশেছেন। তাই আমি এখানে আসতে পেরে ধন্য হয়েছি। প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তার নামে মিলনায়তনের নামকরণও গর্বের বলে আমি মনে করি।’

 

তিনি বলেন, ‘বার ও বেঞ্চের মধ্যে যেমন সুসম্পর্ক থাকতে হবে তেমনি বিচার প্রার্থীরা যাতে ন্যায়বিচার পায় সে জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আপনাদের বার ভবন করার জন্য ঢাকা দিয়েছেন, লাইব্রেরির বই কেনার জন্য টাকা দিয়েছেন। সমিতির ফা-ের জন্য আরও ১০ কোটি টাকা দেওয়া ঘোষণা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী জেলা জজদের বেতন ৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকা করেছেন। একজন সহকারী জজের বেতন ৪০ হাজার টাকা করেছেন। আপনাদের যা যা প্রয়োজন আমরা করছি এবং করবো, বিনিময়ে শুধু আপনারা ন্যায় বিচারের কাজ করবেন- এটাই আমাদের প্রত্যাশা এবং এটা বঙ্গবন্ধুরও প্রত্যাশা ছিল।’

 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পরও মামলা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। তবে প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেনই। তিনি তা করেছেন।’

 

বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘যেখানে উন্নয়নের বিষয় জড়িত সেখানে দলমত নির্বিশেষে আমরা সকল আইনজীবী উপস্থিত থাকি। এ মিলন মেলা দেখলে কেউ বলতে পারবে না, দেশে আইনের শাসন ও গণতন্ত্রের চর্চা চলছে না। এ মিলন মেলা দেখলে সবাই স্বীকার করবে দেশে আইনের শাসন উপস্থিত ও দেশে গণতন্ত্রের চর্চা আছে এবং সকল রাজনৈতিক দলের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতা আছে।’

 

তিনি  বলেন, ‘বর্তমান সরকার বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করে না। বিচার বিভাগকে সমুন্নত করতে আমরা সর্বোচ্চ সচেষ্ট ও শ্রদ্ধাশীল।’

 

তিনি আরও বলেন, ‘১/১১ এর সরকার বিচার বিভাগ শুধু কাগজে-কলমে পৃথক করে। কিন্তু এর সাংবিধানিক রূপ দিয়েছে শেখ হাসিনার সরকার।’

 

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জজ এসএম কুদ্দুস জামান, বিচারক আবু আহমেদ জমাদার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান, সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঢাকা জেলা পাবলিক প্রসিকিউটর খোন্দকার আব্দুল মান্নান, সমিতির সহ-সভাপতি আবু বকর ফরহাদ, সাধারণ সম্পাদক মো. আয়ুবুর রহমান।

 

এর আগে আইন পেশায় ৫০ বছর পূরনকারী ১৭ জন আইনজীবীকে ক্রেস্ট এবং কাশ্মীরি চাদর দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন অ্যাডভোকেট লুৎফে আলম, সরদার মো. সুরুজ্জামান, আফছার উদ্দিন আহমেদ খান, এনায়েত হোসেন খান, ফকির দেলোয়ার হোসেন, এএফএম আব্দুল ওয়াদুদ, এসএম নুরুল হক, সৈয়দ আহমেদ, মো. আব্দুল আজিজ, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, ড. কামাল হোসেন, ড. রফিকুর রহমান, আফতাব উদ্দিন আহমেদ, মো. মঞ্জুর উর রহিম,  এবিএম রফিক উল্লাহ, আব্দুল হক খান ও খন্দকার আবুল হাশেম। তাদের মধ্যে প্রথম ১০ জন উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।

 


রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৬/এমএ খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়