ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতিতে সংসদীয় কমিটির অসন্তোষ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতিতে সংসদীয় কমিটির অসন্তোষ

সংসদ প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে দুর্নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।  বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থাপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশ নেন। এসময় কমিটির সদস্য ইকবালুর রহিম, মোঃ হাবিবে মিল্লাত, মো. মোজাফফর হোসেন, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ, হাবিবা রহমান খান উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যাবলী এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞান পড়ায় আগ্রহী করে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়