ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিনামূল্যে মালটার চারা বিতরণ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১০ জুলাই ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
বিনামূল্যে মালটার চারা বিতরণ

হিলি সংবাদদাতা
দিনাজপুর, ১০ জুলাই: বিরামপুরে খাজা নার্সারী কমপ্লেক্স বিনামূল্যে মালটার চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে।

ভিটামিন ‘সি’এর চাহিদা পুরণ ও ফলদ বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাজা নার্সারী কমপ্লেক্স তিন বছর মেয়াদী এই কর্মসূচি গ্রহণ করেছে।

বুধবার ৭০ জনকে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ আলম।

এসময় নার্সারীর স্বত্বাধিকারী মাহবুব আলমসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খাজা নার্সারীর মালিক মাহবুব আলম রাইজিংবিডিকে জানান, এ এলাকার মাটি মালটা চাষের উপযোগি। তার নার্সারীতে দেশি-বিদেশি ফুল, ফল ও বনজ চারা উৎপাদন ও বিক্রির পাশাপাশি বিনামূল্যে মালটার চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন।

বিরামপুর ছাড়াও পার্শ্ববর্তী নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় মালটা চাষে আগ্রহীদের মাঝে বিনামূল্যে এ চারা দেওয়া হবে।

 

রাইজিংবিডি / এইচএআর / এস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়