ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা

বিনিয়োগ হবে ৪০ লাখ ৭৮ হাজার ৩০০ কোটি টাকা

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৪ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনিয়োগ হবে ৪০ লাখ ৭৮ হাজার ৩০০ কোটি টাকা

সংসদ প্রতিবেদক : সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০১৫-২০২০ পর্যন্ত বিনিয়োগ করা হবে ৪০ লাখ ৭৮ হাজার ৩০০ কোটি টাকা বলে সংসদে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

 

রোববার জাসদের সংসদ সদস্য বেগম লুৎফা তাহেরের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এর আগে বিকেলে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যসূচি শুরু হয়।

 

মতিয়া চৌধুরী বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ করা হবে ৪০ লাখ ৭৮ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে গত অর্থবছর ২০১৫’-তে ৪ লাখ ৩৮ হাজার ৪০০ কোটি টাকা, অর্থবছর-২০১৬’-তে  ৫ লাখ ১৭ হাজার কোটি টাকা, অর্থবছর ২০১৭’-তে ৬ লাখ ৪৩ হাজার কোটি টাকা, অর্থবছর ২০১৮’-তে ৭ লাখ ৫৭ হাজার কোটি টাকা, অর্থবছর ২০১৯’-তে ৮ লাখ ২৪ হাজার ৩০০ টাকা, অর্থবছর ২০২০’-তে ৯ লাখ ৮৮ হাজার ৬০০ কোটি টাকা।

 

মন্ত্রী আরো বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ হবে ৩১ লাখ ৪৫ হাজার ৩৩৬ কোটি টাকা, সরকারি খাতে বিনিয়োগ হবে ৯ লাখ ৩২ হাজার ৯৬৪ কোটি টাকা। দেশি বিনিয়োগ ৯ হাজার ৯৯৩ কোটি ৮ লাখ ডলার। বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৩ হাজার ১৯০ কোটি ৯৯ লাখ ডলার।

 

৫ বছরে এই পরিমাণ অর্থের বিনিয়োগ হলে ২০২০ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ, ২০১৯ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬ শতাংশ, ২০১৮ অর্থবছরে ৭ দশমিক ৪ শতাংশ, ২০১৭ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ, ২০১৬ অর্থবছরে ৭ শতাংশ। ২০১৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৬/এনআর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়