ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিমা খাতের উন্নয়নে বড় অঙ্কের প্রকল্প আসছে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমা খাতের উন্নয়নে বড় অঙ্কের প্রকল্প আসছে

হাসান মাহামুদ : দেশের বিমা খাতের উন্নয়নে ‘বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট’ নামের বড় অঙ্কের প্রকল্প হাতে নিয়েছে সরকার।

 

দাতা সংস্থা বিশ্বব্যাংকের সহায়তায় ছয় বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় বিমা খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি কার্যকর হবে চলতি বছরের ১ মার্চ থেকে।

 

এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ হবে ৬ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (৭৯ টাকা বিনিময় হারে) যার পরিমাণ হয় প্রায় ৫১৩ কোটি ৫০ লাখ টাকা।

 

এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘এরই মধ্যে প্রকল্পে অর্থায়নের বিষয়টি অনানুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক নিশ্চিত করেছে। জানুয়ারিতে এই প্রকল্পের আওতায় চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।’

 

জানা গেছে, বিমা খাতের উন্নয়নে প্রকল্পটিতে অর্থায়নের বিষয়ে গত ৩ নভেম্বর ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বরাবর বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান একটি চিঠি দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ এবং বাংলাদেশ বিমা একাডেমির পরিচালক আহমেদুর রহিমকে ওই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইআরডির মাধ্যমে দেশের বিমা খাত নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সঙ্গে এ সহায়তার চুক্তি করবে বিশ্বব্যাংক। আইডিআরএ এ খাতের উন্নয়নে গৃহীত প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের মেয়াদ হবে আগামী বছরের ১ মার্চ থেকে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানিয়েছে, সরকার ইতিমধ্যে ‘বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বা ‘বাংলাদেশের বিমা খাত উন্নয়ন প্রকল্প’ নামে প্রকল্পটির খসড়া তৈরি করেছে। খসড়াটি নিয়ে শিগগিরই সকল পক্ষের সঙ্গে বৈঠক করে সংযোজন-বিয়োজন করা হতে পারে।

 

প্রস্তাবিত প্রকল্পটির উদাহরণ টেনে চিমিয়াও ফান চিঠিতে ইআরডি সচিবকে লিখেছেন, ‘প্রস্তাবিত প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা ও রাষ্ট্রায়ত্ত দুই বিমা করপোরেশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সারা দেশে বিমা গ্রাহক বৃদ্ধি।’

 

বাংলাদেশ বিমা একাডেমির সক্ষমতা ও দক্ষতার মান উন্নয়ন এবং সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনের আধুনিকীকরণ ও শক্তিশালীকরণের কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৬/হাসান মাহামুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়