ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্ব এখন নতুন শীতল যুদ্ধে : রাশিয়া

রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব এখন নতুন শীতল যুদ্ধে : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদে বলেছেন, রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর বর্তমান সম্পর্ক এটাই স্পষ্ট হয় যে, বিশ্ব এখন নতুন শীতল যুদ্ধে নিমজ্জিত।

 

শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি আরো বলেন, ইউক্রেন সমস্যা এবং সিরিয়ার সরকারকে রাশিয়ার সমর্থন দানের পর উত্তেজনা ব্যাপক মাত্রায় দেখা দিয়েছে। এটা ঘটেছে রাশিয়ার ব্যাপারে ন্যাটোর অবন্ধুসুলভ নীতির কারণে।

 

মেদভেদে বলেন, পরিষ্কারভাবেই বলছি, আমরা নতুন জামানার শীতল যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের হুমকি পাচ্ছি। এ নিয়ে প্রতিদিনই অভিযোগও করে আসছি।

 

মেদভেদে ন্যাটোর বিস্তার এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত বর্তমানে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোর গভীর প্রভাব বিস্তারের সমালোচনা করেন।

 

‘ইউরোপীয় দেশগুলোর রাজনীতিবিদরা মনে করেন, ইউরোপের দেশগুলোকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ রেখে তারা নিরাপত্তা বিধান করছেন। কিন্তু প্রকৃত অর্থে ফলাফলটা কী দাঁড়াচ্ছে? এটা তো বন্ধন দৃঢ় করার বন্ধুত্ব নয়, বরং আরো আলগা করার।’

 

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়