ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিন ফিলিং স্টেশনকে লক্ষাধিক টাকা জরিমানা

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন ফিলিং স্টেশনকে লক্ষাধিক টাকা জরিমানা

ফিলিং স্টেশনে কাগজপত্র পরীক্ষা করছেন ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে অবৈধ ও অননুমোদিতভাবে গ্যাস বিক্রির অপরাধে তিনটি ফিলিং স্টেশনকে লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, নাওজোড় ও কড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

এ সময় অবৈধ ও অননুমোদিতভাবে গ্যাস বিক্রির অপরাধে গ্যাস আইনে চান্দনা চৌরাস্তা এলাকার মেসার্স  এমএইচ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার মো. কামাল হোসেনকে ৫০ হাজার টাকা, নাওজোড় এলাকার মেসার্স রিয়াজ অ্যান্ড সিএনজি কোম্পানি ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. মাসুদকে ৫০ হাজার টাকা এবং কড্ডা এলাকায় মেসার্স আরফান সিএনজি রিফুয়েলিং স্টেশনের ম্যানেজার মো. সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

রাইজিংবিডি/গাজীপুর/৬ ডিসেম্বর ২০১৬/হাসমত আলী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়