ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা

টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২৬ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নির্বাচনী প্রতিশ্রুতিতেই বলেছিলেন, ফের ক্ষমতায় এলে বিহারে অ্যালকোহল-মদ নিষিদ্ধ করবেন।
তৃতীয়বার বিহারের মসনদে বসার পর সেই প্রতিশ্রুতি মেনে বিহারে মদ বিক্রির ওপর নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আগামী বছর এই প্রস্তাবে সিলমোহর দিয়ে এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ হতে চলেছে মগধ রাজ্যে।

 

ভারতের যেসব রাজ্যে মদ সবচেয়ে বেশি মদ বিক্রি হয় তার মধ্যে বিহারের অবস্থান ওপরের দিকে। বিষাক্ত মদে মৃতের সংখ্যাতেও বিহার ওপরের দিকে। গত কয়েক বছর ধরেই বিহারে মদ নিষিদ্ধ করার দাবি উঠছে। বিশেষ করে দরিদ্র, দলিত ও পিছিয়ে পড়া সমাজের নারীরা বারবার মদ্যপানের বিরুদ্ধে সরব হয়েছেন।

 

এখানকার বিভিন্ন সমীক্ষায়ও দেখা গেছে মদ্যপানের জন্য বারবার নিগৃহীত হতে হচ্ছে নারীদের। এমনকী বেড়েছে পারিবারিক অশান্তিও।

 

তথ্যসূত্র : জিনিউজ

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৫/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়