ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মিয়ানমারের ৯১ জেলেকে ফেরত দিল বিজিবি

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ৩০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারের ৯১ জেলেকে ফেরত দিল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি : সাজাভোগ শেষে মিয়ানমারের ৯১ জেলেকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। এর আগে ঘুমধুমের জিরো পয়েন্টের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কাছে বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক হয়।

 

সাজাভোগ শেষে মুক্তি পাওয়া মিয়ানমারের এক জেলে বলেন, ‘আমি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। মিয়ানমারে নিজ বাড়িতে ফিরে যেতে পেরে আমি বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

 

বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান বলেন, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে গত ২০১৫ সালের ৮ ডিসেম্বর নৌবাহিনীর একটি দল মিয়ানমারের ৯২ জেলেকে আটক করে। প্রায় এক বছর আটক থাকা অবস্থায় একজনের মৃত্যু হয়। পরে আটক থাকা ৯১ জনকে ফেরত দিতে মিয়ানমার সরকার অনুরোধ জানালে বাংলাদেশ সরকার তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে বুধবার তাদের ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো ৯১ জনের অধিকাংশই রোহিঙ্গা নাগরিক।

 

পতাকা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার-৩৪ বিজিবির  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস ও পুলিশের উখিয়া সার্কেলের এএসপি আব্দুল মালেক।

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/৩০ নভেম্বর ২০১৬/সুজাউদ্দিন রুবেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়