ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেনাপোলে চোরাচালানিদের হামলায় আহত ৬

এম এ রহিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২৭ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনাপোলে চোরাচালানিদের হামলায় আহত ৬

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে একদল চিহ্নিত চোরাচালানিদের হামলায় ৬ জন আহত হয়েছে। পুলিশ হামলাকারীদের আটক করতে পারেনি।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে বেনাপোল ভবারবেড় গ্রামের সংঘবদ্ধ একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে সাদিপুর সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় সাদিপুর গ্রামের দুইজন যুবক বাগানের আমচোর সন্দেহে তাদের ওপর লাইট মারায় উত্তেজিত হয়ে ওঠে চোরাচালানিরা। পরে রাত সাড়ে ৯টার দিকে দল বেঁধে সাদিপুর মোড়ে এসে নিরহ গ্রামবাসীর ওপর হামলা চালায় তারা। হামলায় সাদিপুর গ্রামের সরজত আলীর ছেলে জসিম উদ্দিন, আব্দুল করিম এর ছেলে লাবলু ও মিয়ারাজ, মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান লাবলুসহ দুই পথচারী আহত হয়।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় দুটি চিকিৎসা কেন্দ্র ভর্তি করেন। মেহেদী হাসানের অবস্থা গুরুতর বলে জানায় পোর্ট থানার উপপুলিশ পরিদর্শক দীন মোহাম্মদ।

 

পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ দলকে পাঠানো হয়েছে। অভিযুক্ত সেলিম, আলাউদ্দিন, ইলিয়াস ও ফিরোজসহ অন্যান্যদের আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

 

এদিকে যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় মোটর পার্টস, প্লাস্টিকের বাটি ও তালমিসরি আটক করেছে। তবে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি তারা।

 

খুলনা ২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান দৌলতপুর বিওপির একটি টহল দল সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের কাঁচা রাস্তার পাশে অভিযান চালায়। এ সময়  মালিকবিহীন অবস্থায় ২২৮টি ভারতীয় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, ৫৩টি প্লাস্টিকের বাটি এবং ১৭ বোতল ভারতীয় তাল মিছরি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৫২,৬০০।

 

 

 

 

রাইজিংবিডি/যশোর/২৮ এপ্রিল ২০১৫/এম এ রহিম/কামরুজ্জামান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়