ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেড়েছে সূচক, কমেছে লেনদেন

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২৭ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেড়েছে সূচক, কমেছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারাবাজারেই সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে।

 

দিনশেষে ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৪২১ কোটি ৫৮ লাখ টাকার। যা গতকালের তুলনায় ১০ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।

 

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা সিউটিক্যালস লিমিটেড, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীণ ফোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

দিনশেষে অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৫ পয়েন্টে। লেনদেন হয় ২৯ কোটি টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয় ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১০৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৫/নিয়াজ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়