ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বোকো হারামের হামলায় নিহত ১৫০

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৩, ৩ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বোকো হারামের হামলায় নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় হামলায় চালিয়ে বোকো হারামের জঙ্গিরা ১৫০ জনকে হত্যা করেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা।

 

বিবিসি অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

 

লেক চাদের পার্শ্ববর্তী কুকাওয়া অঞ্চলের গ্রামগুলোতে বুধবার সন্ধ্যায় হামলা চালায় বোকো হারাম। নারী ও শিশুসহ এ সময় তারা ৯৭ জনকে হত্যা করে। ভাঙচুর ও লুটপাট চালায় জঙ্গিরা।

 

বোর্নো রাজ্যের মোঙ্গুনো শহরের পাশের দুটি গ্রামে হামলা চালিয়ে মঙ্গলবার ৪৭ জনকে হত্যা করে বোকো হারামের সদস্যরা। নামাজ শেষে বাড়ি ফেরার পথে এসব লোককে হত্যা করা হয়।

 

দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকা হওয়ায় এ দুটি হত্যাকাণ্ডের তথ্য গণমাধ্যমে পৌঁছেছে এক, দু-দিন পরে।

 

মোঙ্গুনো শহর বোকো হারাম দখল করে নিয়েছিল। সম্প্রতি অঞ্চলটিতে সরকারি বাহিনী আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কিন্তু এর পরেই সেখানে আবার মরণঘাতী হামলা চালাল জঙ্গিরা।

 

গত মাসের শেষ দিকে মোঙ্গুনো শহর পুনরুদ্ধার উপলক্ষে সরকারের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়ে ২৩ জনকে হত্যা করে বোকো হারাম।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার মানুষকে হত্যা করেছে বোকো হারাম। ছয় বছর আগে নাইজেরিয়ায় ইসলামি শাসন কায়েমের ঘোষণা দিয়ে জঙ্গি তৎপরতা শুরু করে নিষিদ্ধঘোষিত এই গ্রুপটি।


 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়