ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

আগামী ৪ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আদালত দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল ইসলাম নিরব, ইসহাক সরকার প্রমুখ। মামলাটিতে বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ পাঁচজন জামিনে আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল চলাকালে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ রোডে মোহাম্মদিয়া হোমস লিমিটেডের সামনে আসামিরা মানুষ হত্যার উদ্দেশ্যে চলমান যানবাহনে ককটেল নিক্ষেপ করেন। এতে অনেকে আহত হন। ওই ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে ওই দিনেই সংশ্লিষ্ট থানায় মামলা করেন। একই থানার এসআই মো. ফজল মিয়া মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/ইভা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়