ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্যাচেলর ভাড়াটিয়া নিয়ে কোনো নির্দেশনা নেই

আহমদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৩০ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাচেলর ভাড়াটিয়া নিয়ে কোনো নির্দেশনা নেই

নিজস্ব প্রতিবেদক : ব্যাচেলর ভাড়াটিয়াদের বাসা ভাড়া দেওয়া, না দেওয়া নিয়ে পুলিশের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছে পুলিশ।

 

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ব্যাচেলরদের বাসা থেকে নামিয়ে দিতে বা বাড়ি ছাড়ার নোটিশ দিতে কোনো রকম নির্দেশনা দেওয়া হয়নি।

 

সম্প্রতি পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে ব্যাচেলরদের বাসায় জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ায় ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের মধ্যে তৈরি হওয়া সংকটে বিপাকে পড়েছেন ভাড়াটিয়ারা। আগাম নোটিশ ছাড়া তারা বাসা ছাড়তে ভাড়াটিয়াদের বাধ্য করছেন। নিরাপত্তার অজুহাত দেখিয়ে নতুন ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিচ্ছেন না মালিকরা।

 

মাসুদুর রহমান বলেন, ‘কে ব্যাচেলর কে বিবাহিত সেটা বড় কথা নয়, ভাড়াটিয়া ভাড়াটিয়াই। ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে রাখাটাই হলো মূল বিষয়। তবে বাড়ির মালিক কাকে ভাড়া দেবেন, আর কাকে দেবেন না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধু সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৬/আহমদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়