ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যেকোনো মুহূর্তে অবসর নিতে পারি : মিসবাহ

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেকোনো মুহূর্তে অবসর নিতে পারি : মিসবাহ

পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক

ক্রীড়া ডেস্ক : কিছুদিন আগে বলেছিলেন নিজের ৫০ বছর পর্যন্ত খেলতে চান মিসবাহ-উল-হক। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের খারাপ পারফরম্যান্সের কারণে বার বার তার অবসরের বিষয়টি উঠে আসেছে। সাংবাদিকরাও জানতে চাচ্ছেন তার অবসর নেওয়ার বিষয়ে। বৃহস্পতিবার মিসবাহ জানিয়েছেন অবসরের বিষয়টি তিনিও ভাবছেন। কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারছেন না।

 

এ বিষয়ে মিসবাহ বলেন, ‘আসলে এটা এমন একটি সিদ্ধান্ত যেটা আমি নিজে নিতে চাই। আমি মনে করি অবসর নেওয়ার বিষয়ে আগেই ঘোষণা দেওয়ার কোনো মানে নেই। ইতিমধ্যে আমি অবসর নেওয়ার বিষয়টি ভেবেছি। অনেক চিন্তাও করেছি। কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। পৌঁছাতে পারিনি কোনো উপসংহারে।’

 

তিনি আরো বলেন, ‘আমি এখন আমার ক্যারিয়ারের এমন একটি স্থানে এসে দাঁড়িয়েছি যেখানে এসে আমাকে ভাবতে হচ্ছে আগামীতে আমি আমার দলকে আর কী কী দিতে পারব। আমি এটা নিয়েই ভাবছি। কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। তবে আমার পুরো চিন্তা জুড়েই রয়েছে আমার দল। দল কি আমাকে ছাড়া এগিয়ে যেতে পারবে? নাকি পারবে না? একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে আমি কিভাবে দলকে আরো দিতে পারি, কিভাবে তরুণদের অনুপ্রাণিত করতে পারি এবং দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারি। আমরা ভাবনা জুড়ে এগুলোই রয়েছে। তবে আমি বিশ্বাস করি দায়িত্ব নেওয়ার মতো সামর্থ দলের অনেকেরই আছে। তারা ভালোও করতে পারবে। সে কারণে আমি ভাবছি এই পর্যায়ে এসে আমার অবসর নেওয়া ঠিক হবে কিনা। তবে আমি মনে করি অবসর নেওয়ার বিষয়ে আগেভাগেই কোনো ঘোষণা দেওয়া ঠিক নয়। কিংবা নির্দিষ্ট কোনো সিরিজকে সামনে রেখে ঘোষণা দেওয়া ঠিক নয়। আমি যেকোনো মুহূর্তে অবসর নিতে পারি। আমি কোনো বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসর নিতে চাই না। ঢোল বাজিয়ে আমার অবসর ঘোষণা দেওয়ার কোনো ইচ্ছা নেই।’

 

পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমে আজ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়রম্যান শাহরিয়ার খান চাচ্ছেন ৪২ বছর বয়সী মিসবাহ ২০১৮ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলুক।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ ডিসেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়