ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে ডুবন্ত রেস্তোরাঁ

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে ডুবন্ত রেস্তোরাঁ

টুইটার

রাইজিংবিডি ডেস্ক : পানির নিচে রেস্তোরাঁ, আর সে রেস্তোরাঁয় আপনি প্রিয়জনদের সঙ্গে- বিষয়টিই একটু অন্য রকম। সেই অন্য রকম স্বাদটি পাইয়ে দিতে পানির নিচে একটি রেস্তোরাঁ খুলেছেন ভারতের এক ব্যবসায়ী, যা অনেকেরই অজানা।

 

ভরত ভট্ট নামে আহমেদাবাদের এক ব্যবসায়ী পানির তলায় এই রেস্তোরাঁ তৈরি করেছেন। রেস্তোরাঁটির নাম দেওয়া হয়েছে ‘রিয়েল পসাইডন’। ফেব্রুয়ারির প্রথম দিনেই খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁর দরজা। একসঙ্গে ৩২ জন বসে খেতে পারবেন সেখানে। ইন্ডিয়ান, থাই, চায়নিজ এবং মেক্সিকান কুইজিন মিলবে অভিনব ওই রেস্তোরাঁটিতে। এটিই ভারতের প্রথম ডুবন্ত রেস্তোরাঁ।

 

মাটি থেকে ২০ ফুট নিচে নেমে পৌঁছাতে হবে সেখানে। ১২০০ বর্গফুটের একটি ডাইনিং হলকে রেস্তোরাঁ রূপে সাজানো হয়েছে। একটি সুড়ঙ্গের মধ্যে আছে রেস্তোরাঁটি। সুড়ঙ্গটি পানি দিয়ে ঘেরা। খেতে খেতে প্রায় ৪০০০ প্রজাতির মাছ দেখা যাবে। তবে শুধু চোখে দেখেই ক্ষান্ত হতে হবে। খেতে পারবেন না। কেননা সব পদই নিরামিষ।

 

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৬/টিপু/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়