ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে ফের ট্রেন লাইনচ্যুত, আহত ৫০

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩২, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে ফের ট্রেন লাইনচ্যুত, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : চার দিনের ব্যবধানে ভারতে আবারো ট্রেন লাইনচ্যুত হলো।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে উত্তর প্রদেশের অরাইজা জেলায় কৈফিয়ত এক্সপ্রেস নামের ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়ে আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী।

শনিবার উত্তর প্রদেশের মোজাফফরনগরে উতকাল এক্সপ্রেস নামের ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়ে ২৩ জন নিহত এবং দেড় শতাধিক যাত্রী আহত হন। এর চার দিন পর একই প্রদেশে ফের ট্রেন লাইনচ্যুত হলো।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হওয়ায় ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভূ এক টুইটে বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর রাখছেন।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। সুরেশ প্রভূ জানিয়েছেন, আহতদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়