ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্কুলবাস-ট্রাক সংঘর্ষে ১৮ শিশুসহ নিহত ২৫

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুলবাস-ট্রাক সংঘর্ষে ১৮ শিশুসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে স্কুলপড়ুয়া ১৮ শিশুসহ ২৫ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকালে প্রদেশের ইতাহ জেলায় এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ইতাহ জেলায় জে এস পাবলিক স্কুলের শিশুদের বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে।

তীব্র শীতের কারণে ইতাহ প্রশাসন তিন দিন স্কুল বন্ধ ঘোষণা করলেও জে এস পাবলিক স্কুল খোলা রাখা হয়। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনায় হতাহত শিশুদের বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে।

শিশু শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি বলেছেন, ‘উত্তর প্রদেশের ইতাহ জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত। ছোট্ট সন্তানদের হারানো শোকাহত পরিবারের প্রতি আমি সমব্যথী এবং শিশুদের মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি।’

পুলিশ জানিয়েছে, বাস থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ/এএন

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়