ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতের নতুন অধিনায়ক কোহলি, ফিরলেন যুবরাজ

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ভারতের নতুন অধিনায়ক কোহলি, ফিরলেন যুবরাজ

ভারতের নতুন অধিনায়ক বিরাট কোহলি ও দলে ফেরা যুবরাজ সিং

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে ভারত। ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির অবসরের পর কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক সেটা জানার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা।

 

আজ শুক্রবার সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক বিরাট কোহলির বাহুতেই উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারত দলকে নেতৃত্ব দিবেন তারকা ব্যাটসম্যান কোহলি। অবশ্য কোহলির তত্ত্বাবধানে খেলবেন ধোনিও।

 

এদিকে ভারত দলে চমক হিসেবে আছেন যুবরাজ সিং। তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। গেল বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন যুবরাজ। এরপর আর ভারতের জার্সি গায়ে খেলা হয়নি তার। এবার দলে আছেন। সুযোগ পেতে পারেন টি-টোয়েন্টিতে।

 

অন্যদিকে ২০১৩ সালের ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। তিন বছরেরও অধিক সময় পর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়