ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভালোবাসা দিবসে কোন পোশাকের রঙের কী মানে

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভালোবাসা দিবসে কোন পোশাকের রঙের কী মানে

মডেল: আলভি ও সেতু, কোরিওগ্রাফি: ফিটন খান, ফটোগ্রাফি: অপূর্ব খন্দকার

লাইফস্টাইল ডেস্ক : আর একদিন পরেই ভ্যালেন্টাইন’স ডে অর্থাৎ ভালোবাসা দিবস। সারা বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগল এর জন্য পরম আকাঙ্ক্ষিত একটি দিন। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি একযোগে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয়।

 

সুন্দর সাজ ও পোশাকে এই দিনতে একে অপরের সঙ্গে দেখা করেন প্রেমিক-প্রেমিকারা। তবে ভালোবাসা দিবসে পোশাক বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু রঙের বিশেষ তাৎপর্য রয়েছে। কেননা ভালোবাসা দিবসে পোশাকের রঙ নির্দিষ্ট অর্থ বহন করে।

 

তাই জেনে নিন ভালোবাসা দিবসে কোন রঙের পোশাকের কী মানে-

 

* নীল রঙের ড্রেস: আপনি একা আছেন, প্রেমে পড়তে চান, এটি বোঝাতে পারেন নীল রঙের ড্রেস পরে।

 

* সবুজ রঙের ড্রেস:  আপনি যে সেই ভালোলাগার মানুষটির জন্য অপেক্ষা করে রয়েছেন, তাকে কী সেটা বোঝাতে চান? তবে সবুজকে বেছে নিন।

 

* কমলা রঙের ড্রেস: প্রেমের এই দিনে মনের কথাটি ভালোলাগার মানুষকে চুপিসারে বুঝিয়ে দিতে পরতে পারেন কমলা রঙের ড্রেস।

 

* গোলাপী রঙের ড্রেস: প্রেমের প্রস্তাবটিতে যে আপনি সম্মতি জানাছেন সেটা বোঝাতে পরতে পারেন এই রঙের জামাকাপড়।

 

* কালো রঙের ড্রেস: কেউ কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? আপনি কি তাকে নাকচ করতে চান। তাহলে পরুন কালো ড্রেস।

 

* সাদা রঙের ড্রেস: আপনি যে আগে থেকেই অন্য কারোর প্রেমিক/প্রেমিকা, সেটা বাকিদের বোঝাতে পরুন সাদা।

 

* হলুদ রঙের ড্রেস: সম্পর্কে বিচ্ছেদের ইঙ্গিত দেয় এই রঙ।

 

* ধূসর রঙের ড্রেস: প্রেম! ভালোবাসা! নট ইন্টারেস্টেড। এমনটাই বোঝাতে পারবেন এই রঙের ড্রেস পরে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়