ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ভোটের সুযোগ পেলে আ.লীগের চিহ্ন থাকবে না’

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৯ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভোটের সুযোগ পেলে আ.লীগের চিহ্ন থাকবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক : নিরপেক্ষ নির্বাচনে জনগণ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের মত প্রকাশের সুযোগ পেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘চিহ্ন থাকবে না’ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘মানুষ দেশ স্বাধীন করেছে তার মৌলিক ও ভোটাধিকার প্রয়োগ করার জন্য; যাতে সরকার পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। আর আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ভোট হতে দেবেন না। কারণ আপনি জানেন, ভোট হলে, নির্বাচন হলে, মানুষ তার মত প্রকাশ করতে পারলে আপানাদের কোনো চিহ্ন থাকবে না। আপনারা গত ১০ বছরে এ দেশের মানুষের ওপর যে অত্যাচার-নির্যাতন-নিপীড়ন করেছেন তাতে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দাঁড়াতে পারবেন না।’

 

বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ লেবার পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় কঁচি-কাঁচা মিলনায়তনে ‘প্রতিহিংসার রাজনীতি : গণতন্ত্রের ভবিষ্যত’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের কথা বলছেন? কার নির্বাচন? কে করবে? কারা ভোট দেবে? আবার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো প্রাণী ছাড়া, জীব ছাড়া আর কেউ থাকবে না, সেই নির্বাচন আমরা চাই না। এদেশের মানুষ তার ইচ্ছমতো ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে।’

 

সংসদের বিরোধী দলের জাতীয় পার্টির ভূমিকার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘একটি সংসদ চালাচ্ছেন, যে সংসদের বিরোধী দলের সঙ্গে বিদেশিরা দেখা করে না। কারণ তারা মনে করে, এটা কোনো বিরোধী দল নয়, গৃহপালিত বিরোধী দল। তারা বিরোধী দল, যেই দলের সদস্যরা আবার সরকারের মন্ত্রীসভার অংশ। হাস্যকর, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সরকার, বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে মানুষ হাসে।’

 

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা জনরোষের শিকার হবেন মন্তব্য করে তিনি বলেন, ‘যে কোনো আওয়ামী লীগ নেতা এখন পুলিশ ছাড়া চলাফেরা করতে পারেন না। কারণ জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই।’

 

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলেছি, আমরা এই সংঘাত চাই না। এই পরিস্থিতি চাই না। আমরা চাই, একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন যেখানে জনগণ অবাধ পরিবেশে তার ভোট প্রয়োগ করতে পারবে।’

 

বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সম্মেলনে দলটির নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল।

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনে তারা বলেছেন, বিএনপিকে কোনো দিন ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এটি শুধু প্রতিহিংসা নয়, সুপরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েমের নীল নকশা।’

 

বিএনপির ক্ষমতাচ্যুতির পরবর্তী ১০ বছর দেশে কোনো গণতন্ত্র নেই দাবি করে বিএনপির মহাসচিব বলেন, যারা গণতন্ত্র রক্ষা, সুশাসন নিশ্চিত করতে চায় তাদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ অক্টোবর ২০১৬/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়