ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভেনেজুয়েলায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৯, ৩০ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেনেজুয়েলায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় বন্দুকধারীদের গুলিতে তিন কিশোরসহ ১১ জন নিহত হয়েছে। শনিবার দেশটির পশ্চিমে ট্রুজিল্লো প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

 

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুকধারীরা হামলার আগে লোকদের বাড়ি থেকে বের হয়ে আসার নির্দেশ দেয়। পরে তাদের গুলি করে হত্যা করে তারা। হত্যাকাণ্ডের পর বন্দুকধারীরা গাড়ি ও মোটরসাইকেলে করে পালিয়ে যায়। নিহত ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৭৬ বছরের মধ্যে।

 

বেসরকারি সংস্থাগুলো জানিয়েছে, তেলের মূল্যহ্রাসের পর থেকে ভেনেজুয়েলার অর্থনীতিতে সংকট দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। গত মার্চে ব্রাজিলের সীমান্তবর্তী তুমেরিমো শহরের একটি খনিতে বন্দুকধারীদের হামলায় নিহত হয় ১৭ জন খনিশ্রমিক। পরে তাদের মৃতদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৬/শাহেদ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়