ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভেড়ামারায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৬, ২১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ভেড়ামারায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ওই মাদক ব্যবসায়ীর নাম শামসুদ্দিন শ্যাম (৩৮)।

পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

শনিবার ভোররাত ৩টার দিকে ভেড়ামারা বাকাপুলের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ভেড়ামারা বাঁকাপুল চরদামুকদিয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা জবাব দিলে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শ্যাম নামের এক ব্যক্তিকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

নিহত মাদক ব্যবসায়ী শ্যাম ভেড়ামারা ক্ষেমিরদিয়াড় এলাকার মৃত তোবারক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় আটটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।




রাইজিংবিডি/কুষ্টিয়া/২১ জুলাই ২০১৮/কাঞ্চন কুমার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়