ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপি নেতা সোহেলকে ৮ মামলায় জামিন

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ২৭ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি নেতা সোহেলকে ৮ মামলায় জামিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৮ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

রোববার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ।

 

পরে আইনজীবী জহিরুল ইসলাম সুমন বলেন, ‘সোহেলের বিরুদ্ধে শতাধিক মামলায় তিনি এখনও মুক্তি পাচ্ছেন না।’

 

এর আগে গত ৯ অক্টোবর নাশকতার ৪০টি মামলায়   ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এই ৪০টি মামলার মধ্যে রাজধানীর পল্টন থানায় ২২টি; মতিঝিল, যাত্রাবাড়ী ও মুগদা থানায় তিনটি করে; খিলগাঁও, ওয়ারী ও দারুস সালাম থানায় দুটি করে এবং শাহবাগ, রমনা ও মোহাম্মদপুর থানায় একটি করে মামলা রয়েছে।
 

 

গত বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় এসব মামলা করা হয় বলে জানান আইনজীবীরা।
 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৬/মেহেদী/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়