ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দেশে ১৫৮৪ বিশেষজ্ঞ ডাক্তারের পদ শূন্য

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ১৫৮৪ বিশেষজ্ঞ ডাক্তারের পদ শূন্য

সংসদ প্রতিবেদক : দেশের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারদের মোট ১ হাজার ৫৮৪টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারদের মোট পদ ৩ হাজার ৫০৮টি। এর মধ্য পূরণকৃত পদ ১ হাজার ৯৪২টি। আর শূন্য পদ রয়েছে ১ হাজার ৫৮৪টি।

 

তিনি বলেন, পদোন্নতির জন্য বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিষয়ভিত্তিক কর্মকর্তাদের নামের প্রস্তাব প্রেরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

 

গোলাম রব্বানী এমপির অপর এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হিসেবে অক্টোবর পর্যন্ত দেশে এইচআইভি দ্বারা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৭২১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৯৯ জন। আর ঢাকা,  সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে নেশা গ্রহণকারীদের মধ্যে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।

 

এর আগে বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৬/এম এ রহমান/নৃপেন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়