ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আনসার সদস্য নিহত

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আনসার সদস্য নিহত

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত একজন

ফেনী প্রতিনিধি : ফেনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

বুধবার মধ্যরাতে ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া নামে পুলিশের এক সোর্স নিখোজ রয়েছেন।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোর্শেদ জানান, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী বদরপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। তাদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ তিনজন আহত এবং আনসার সদস্য নওশের আলী ও পুলিশের সোর্স সুমন মিয়া নিখোঁজ হন। পরে মাদক ব্যবসায়ীরা আনসার সদস্য নওশের আলীকে সীমান্তের ওপারে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে বিএসএফ তার লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পরে বিএসএফ লাশ হস্তান্তর করবে বলে জানা গেছে। এখনো সুমনের খোঁজ পাওয়া যায়নি।




রাইজিংবিডি/ফেনী/৯ মার্চ ২০১৭/সৌরভ পাটোয়ারী/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়