ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মন্ত্রিসভা সম্প্রসারণ বিষয়ে তথ্য নেই: মন্ত্রিপরিষদ সচিব

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্ত্রিসভা সম্প্রসারণ বিষয়ে তথ্য নেই: মন্ত্রিপরিষদ সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিপরিষদের সম্প্রসারণ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার দুপুরে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, মন্ত্রিপরিষদ পুনর্গঠন বা বর্ধিত হওয়ার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, এটা হলে তো আমি আপনাদের জানাব। আপনারাও জানবেন।

মন্ত্রিসভার আকার বাড়ছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চান।

এর আগে ১৯ মে মন্ত্রিসভার বেশ কয়েকজনের দপ্তর বিন্যাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে একই মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়। এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী করা হয়েছে তাজুল ইসলামকে। একই মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন ভট্টাচার্যকে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়