ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মরগানের পাশে বাটলার

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৩ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মরগানের পাশে বাটলার

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস(ইসিবি) ক্রিকেট বোর্ডকে জানানোর পর কড়া সমালোচনার শিকার হয়েছেন দলটির সীমিত পরিসরের অধিনায়ক এউইন মরগান। তার পরিবর্তে বাংলাদেশ সফরে ইংল্যান্ডকে সীমিত পরিসরে নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

 

দায়িত্ব পাওয়া বাটলার মনে করেন মরগান এ মুহুর্তে ইংলিশদের সীমিত পরিসরে সেরা অধিনায়ক। তার হাত ধরেই সীমিত পরিসরে ‘ভালো’ সাফল্য পাচ্ছে বলে বিশ্বাস বাটলারের। উইকেট রক্ষক এ ব্যাটসম্যানের মতে বাংলাদেশ সফরের পর মরগান দায়িত্ব ফিরে পাবেন।

 

গণমাধ্যমকে বাটলার বলেন,‘এউইন মরগান ওডিআই দলের নেতৃত্বে থাকবে। আমি প্রত্যাশা করছি যখন সে স্কোয়াডে থাকবে সেই অধিনায়ক হবে। সে এ মুহুর্তে ইংল্যান্ডের সেরা অধিনায়ক। আমরা তার অধীনে দারুণ উন্নতি করেছি। আমরা চোখে সে সেরা অধিনায়ক।’

 

বাটলারের কথায় যথেস্ট যুক্তিও আছে। মরগানের নেতৃত্বে শেষ ছয়টি সিরিজ জিতেছে ইংল্যান্ড। তার অধিনায়কত্বে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে ইংল্যান্ড। পরিসংখ্যানের বিচারে এ মুহুর্তে ইংল্যান্ডের সেরা অধিনায়ক মরগানই!

 

ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন জানান, ভবিষ্যতে মরগান সতীর্থদের নেতৃত্ব দিতে পারবেন না। ভনের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন বাটলার। তার ভাষ্য,‘ড্রেসিং রুম বিভক্তি হওয়ার কোনো কারণ দেখছি না। আমরা একটা দল হয়ে ক্রিকেট খেলছি। সবাই আমরা ভালো বন্ধু, আমরা সেভাবেই থাকতে চাই।’

 

 

‘আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে (ইংল্যান্ড) অনুষ্ঠিত হবে। এরপরই বিশ্বকাপও আছে। আমরা সেই পরিকল্পনা করছি। ড্রেসিং রুমে সবাই ট্রফি জিততে মুখিয়ে আছে। সবার লক্ষ্য একটাই’- যোগ করেন বাটলার।  

 

মরগানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নবনিযুক্ত অধিনায়ক। তিনি বলেন,‘আমাদের নিজস্ব সিদ্ধান্ত থাকতে পারে। পরিবারের চিন্তা থাকতে পারে, তারা কি ভাবছে সেটাও গুরুত্ব দিতে হয়। দিন শেষে এটাই শেষ ও চূড়ান্ত সিদ্ধান্ত।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৬/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়