ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মহাসেনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পুনর্বাসন কর্মসূচি ঘোষণা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ১০ জুলাই ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
মহাসেনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পুনর্বাসন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১০ জুলাই: ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রায় ২৫ কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি ঘোষণা করেছে সরকার। বুধবার সকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী  বলেন, মহাসেনে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য সরকার এ বিশেষ কর্মসূচি নিয়েছে। এর আওতায় আসন্ন আমন মৌসুমে ক্ষতিগ্রস্ত ৪ জেলার (পটুয়াখালী, বরগুনা, ভোলা ও বরিশাল) ২৮ উপজেলার ২ লাখ ৩৪ হাজার ৯২৫ জন কৃষক প্রণোদনা সুবিধা পাবেন।

এতে একজন কৃষক এক বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল আমন বীজ ৫ কেজি (বিআর-১১, বিআর-২৩, ব্রি ধান-৪১, ব্রি ধান-৪৪, ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২ ও বিনা-৭); ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং ফসল পরিচর্যার জন্য ২০০ টাকা করে পাবেন।

কৃষিমন্ত্রী জানান, বীজ বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে। আগামী এক সপ্তাহে সার বিতরণ শুরু হবে। আর নগদ সহায়তার অর্থ কৃষি কার্ডধারী কৃষকের ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।

তিনি জানান, কৃষি খাতে এ পুনর্বাসন কর্মসূচির নেয়ার ফলে দক্ষিণাঞ্চলের ২ লাখ ৩৪ হাজার ৯২৫ বিঘা (৩১ হাজার ৭০৩ হেক্টর) জমি আমন চাষের আওতায় আসবে এবং অতিরিক্ত ৭৯ হাজার ৬৩৮ মেট্রিক টন চাল উৎপাদিত হবে। এর আনুমানিক মূল্য প্রায় ২২৩ কোটি টাকা এবং খড়ের মূল্য দাঁড়াবে ৮ কোটি টাকা।

রাইজিংবিডি/ এফএস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়