ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাইক্রোচালক হত্যায় দুজনের ফাঁসি হাইকোর্টে বহাল

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাইক্রোচালক হত্যায় দুজনের ফাঁসি হাইকোর্টে বহাল

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে মাইক্রোবাস চালক লিটন হত্যা মামলায় ‍দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন রংপুর জেলা সদরের হাসানপুর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে আলামীন (২৭) ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার রোহা চরপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে খোকন আকন্দ (২৭)।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আসামিদের ফৌজদারি আপিল খারিজ করে এই রায় দেন।

আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. সুলতান মাহমুদ।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ২৫ এপ্রিল  উল্লিখিত আসামিরা বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে চালক লিটনসহ তার মাইক্রোবাস ভাড়া করেন। তারপর মাইক্রোবাসে করে তারা রংপুর জেলার পলাশবাড়িতে গিয়ে লিটনকে মাদকমিশ্রিত দ্রব্য খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার ভারাঙ্গা এলাকায় তার লাশ ফেলে রেখে যায়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি হত্যা মামলা করে।

এ মামলায় ২০১১ সালের ৯ জুন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আব্দুল সালেক ওই দুজনকে মৃত্যুদণ্ড দেন।

পরবর্তী সময়ে আসামিদের জেল আপিল ও মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের শুনানি হয় হাইকোর্টে।

আজ শুনানি শেষে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/মেহেদী/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়