ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

খালেদার নাইকো মামলায় অভিযোগ শুনানি ২ ফেব্রুয়ারি

এমএ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ১৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার নাইকো মামলায় অভিযোগ শুনানি ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : দুদকের করা নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

 

বৃহস্পতিবার ঢাকার নয় নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলাম আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।

 

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এজন্য অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য আমরা সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।

 

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৬/এমএ খান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়