ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাগুরায় স্কুলশিক্ষককে পিটিয়ে জখম

আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৪ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় স্কুলশিক্ষককে পিটিয়ে জখম

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল এলাকায় স্কুলশিক্ষক আব্দুল হান্নান মিয়াকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে কয়েক যুবক।

 

বুধবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আব্দুল হান্নান ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

 

আব্দুল হান্নান মিয়া জানান, স্কুলের উপবৃত্তির কাজ সেরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে স্কুল গেটের সামনে পৌঁছালে চার-পাঁচজন যুবক তার ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। রমজান (২০) ও রাজু শেখ (২২) নামে স্থানীয় দুই যুবক হামলায় জড়িত ছিল বলে তিনি জানান। কিছুদিন আগে পড়া না পারায় তার স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ভর্ৎসনা করেন তিনি। এ ঘটনার জেরে ওই ছাত্রীর স্বজনরা তার ওপর হামলা করেছে বলে তিনি ধারণা করছেন।

 

আহত স্কুলশিক্ষক আব্দুল হান্নান মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ন রয়েছে।

 

ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম রসুল জানান, আহত শিক্ষকের শরীরে আঘাতে চি‎হ্ন রয়েছে। এক্সরে রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

 

 

রাইজিংবিডি/মাগুরা/৪ মে ২০১৬/আনোয়ার হোসেন শাহীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়