ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মালদ্বীপে তিন বাঙালি কন্যার বাজিমাত

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৫ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালদ্বীপে তিন বাঙালি কন্যার বাজিমাত

সাবিনা খাতুন, মিরান্ডা ও গোলরক্ষক সাবিনা

ক্রীড়া প্রতিবেদক : মালদ্বীপের ‘ফেম ওমেন্স চ্যাম্পিয়নশিপে’ উড়ন্ত সূচনা হয়েছে বাংলাদেশের সাবিনাদের। সোমবার এই টুর্নামেন্টে সাবিনার ক্লাব ‘দিভেহি সিফাইঙ্গি’ ১০-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সোসাইটি ফর থান্ডি অ্যাডভান্সমেন্টকে। ১০ গোলের ৭টিই করেছেন বাংলাদেশের স্ট্রাইকার সাবিনা খাতুন। আরেক মিডফিল্ডার মিরনা খাতুন করেছেন ১ গোল। শুধু তারা দুজন কেন? দারুণ গোলকিপিং করে সাবিনা আক্তারও প্রশংসা কুড়িয়েছেন।

 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো মালদ্বীপে খেলতে গেছেন সাবিনা খাতুন। তবে এবার একা নন। সঙ্গে নিয়ে গেছেন আরো দুইজনকে। তারা হলেন জাতীয় দলের মিডফিল্ডার মিরনা এবং গোলরক্ষক সাবিনা আক্তার। তবে মিরনা ও সাবিনা এবারই প্রথম বিদেশি লিগে খেলতে গেছেন।

 

এর আগে মালদ্বীপের ফুটসাল টুর্নামেন্টে পুলিশ ক্লাবের হয়ে ৬ ম্যাচে ৩৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সাবিনা খাতুন। ওই টুর্নামেন্টে তার সাফল্য দেখেই মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ক্লাব ‘দিভেহি সিফাইঙ্গি’ আগ্রহ দেখায় আরো দুজন বাংলাদেশি খেলোয়াড়কে নিতে।

 

এবারও অবশ্য সাবিনা সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্য নিয়ে মালদ্বীপ গিয়েছেন। সে যাত্রায় ভালোই করেছেন তিনি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৫/আমিনুল/কামরুজ্জামান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়