ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মালিক-এমরিটের নৈপুণ্যে বার্বাডোজের জয়

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালিক-এমরিটের নৈপুণ্যে বার্বাডোজের জয়

ফিফটি করার পর শোয়েব মালিক

ক্রীড়া ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবার জয়ে ফিরেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। আসরের দশম ম্যাচে সেন্ট লুসিয়া জোউকসের বিপক্ষে ১৫ রানে জিতেছে কাইরন পোলার্ডের দল।

বুধবার রাতে সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৮ রান করে বার্বাডোজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন শোয়েব মালিক। মাত্র ৩৪ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা হাঁকান এই পাকিস্তানি ব্যাটসম্যান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি সেন্ট লুসিয়া। শেষ ৪৪ রানেই ৭ উইকেট হারায় দলটি! দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার আন্দ্রে ফ্লেচার।

৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে বার্বাডোজের সেরা বোলার রায়াদ এমরিট। এ ছাড়া দুটি করে উইকেট জমা পড়ে জেভান মেন্ডিস ও রবিন পিটারসনের ঝুলিতে।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন শোয়েব মালিক।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বার্বাডোজ। ৫ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৮ পয়েন্ট। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট লুসিয়া।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়