ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মালিতে ৫ শান্তিরক্ষী নিহত

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ৩০ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালিতে ৫ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পাঁচ সেনা নিহত হয়েছেন। সিভার শহরের কাছাকাছি একটি স্থলমাইন বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

নিহতরা সবাই টোগো সেনাবাহিনীর সদস্য। তাৎক্ষণিকভাবে এ হামলায় কেউ দায় স্বীকার করেনি।

 

২০১৩ সালে ইসলামি ও তুয়ারেগ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ বাধে। সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স এ ঘটনায় হস্তক্ষেপ করে। ওই বছরই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে বিদ্রোহীরা শান্তিরক্ষীদের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

 

বিবিসি জানিয়েছে, টোগোর ওই সেনারা মোপতি এলাকা থেকে সিভার শহরের দিকে যাচ্ছিল। এ সময় একটি স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

ওই এলাকাটি আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ম্যাকিনা লিবারেশন ফ্রন্ট নামে একটি চরমপন্থি গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

 

প্রসঙ্গত, গত বছর ১৬টি দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ১৬০ কর্মকর্তা বিভিন্ন অপারেশনে নিহত হয়েছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৬/শাহেদ/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়