ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মালয়েশিয়া সফরে শিক্ষামন্ত্রী নাহিদ

আরবিনা ইমরান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৬ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়া সফরে শিক্ষামন্ত্রী নাহিদ

আরবিনা ইমরান, মালয়েশিয়া : দু’দিনের ঝটিকা সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

 

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদসহ বেশ কয়েকজন কর্মকর্তা।

 

ফুল দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদ, সহ-সভাপতি রাশেদ বাদল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, জসিম চৌধুরী, মাহতাব খন্দকার, মনিরুজ্জামান মনির, মনির হোসেন, শফিক চৌধুরী, কবি আলমগীর, শাখাওয়াত হক জোসেফ, সাইফুল ইসলাম সিরাজ, লিটন দেওয়ান, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল, বাবলা মজুমদার বাবু, সৈকত চৌধুরী, ব্রাউন সোহেল, রায়হান রাজু ও মাহমুদ।

 

ফুল দিয়ে মন্ত্রীকে আরো শুভেচ্ছা জানান মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, রাজীব আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সুমন, হারুন অর রশিদ, জেমস ছাত্রলীগের মালয়েশিয়া শাখার যুগ্ম-আহ্বায়ক রাসেল শিকদার, শাহীন পাটোয়ারি ও শরিফুল ইসলামসহ অনেকে।

 

শিক্ষামন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রবাসে থেকেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।

 

একই সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মালয়েশিয়ায় আপনাদের বেশ কিছু সমস্যা রয়েছে সেটা আমরা জানি। বর্তমান সরকার আপনাদের সব সমস্যা সমাধানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সফরে দু’দেশের শিক্ষামন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনা ও একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেশ কয়েকটি চুক্তির কথা রয়েছে। 

 

সংক্ষিপ্ত সফর শেষে আজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৬/আরবিনা ইমরান/মুশফিক   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়