ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৪ বছর পর চায়নাম্যানের মুখোমুখি বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪ বছর পর চায়নাম্যানের মুখোমুখি বাংলাদেশ

গল থেকে ক্রীড়া প্রতিবেদক : বাঁ-হাতি আন-অর্থোডক্স স্পিনারদের কিংবা বাঁ-হাতে করা লেগ স্পিনারদের ‘চায়নাম্যান’ বলা হয়।

১৯৩৩ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এলিস এডগার আচং প্রথম রিস্ট স্পিন করে আউট করেন ইংল্যান্ডের ওয়াল্টার রবিন্সকে। ফিঙ্গার স্পিনের পরিবর্তে রিস্ট স্পিন করায় বল বুঝেননি রবিন্স। রাগে রবিন্স মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় নিজের আউটকে মূল্যায়ন করেন এভাবে,‘ফালতু চায়নাম্যান’। এরপর থেকেই চায়নাম্যান শব্দটি ব্যবহার হয় বাঁ-হাতি আন-অর্থোডক্স স্পিনারদের ক্ষেত্রে। খ্যাতি পেয়ে যান এলিস এডগার।

এরপর আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চায়নাম্যান বোলার এসেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জন ওয়ারডলি, চক ফ্লেটউড স্মিথ, পল অ্যাডামস, ব্র্যাড হজ ও বার্নাড জুলিয়ান। মাঝে মাঝে ‘বিশেষ প্রয়োজনে’ ডেনিস কম্পটন, মাইকেল বেভান চায়নাম্যানের ভূমিকায় ছিলেন। ভারত সফরে এসে একবার বাঁহাতে লেগ স্পিন করেছিলেন স্যার গ্যারি সোবার্সও।



বর্তমান সময়ে ‘বুড়ো’ হজ বাদে চায়নাম্যান আছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ সামসি, ভারতের কুলদ্বীপ যাদব ও শ্রীলঙ্কার লাকশান সান্দাকান। ঠিক এ ‍মুহূর্তে এদের মধ্যে আলোচনায় লাকশান সান্দাকান। গলে বৃহস্পতিবার সান্দাকান পেয়েছেন সাকিব আল হাসানের মহামূল্যবান উইকেট। ২২ ওভারে ৫ মেডেনে ৬৯ রানে সান্দাকান পেয়েছেন সাকিবের উইকেট। উইকেট কম পেলেও বাংলাদেশের ব্যাটসম্যানের ভূগিয়েছেন সান্দাকান। চায়নাম্যানের স্পিন ও গুগলি বাংলাদেশের জন্য বড় বাঁধা হয়ে না দাঁড়ালেও ব্যাটসম্যানের জন্য ছিল দূরহ। কারণ, চায়নাম্যান বোলারদের বোলিং খেলে অভ্যস্ত নন বাংলাদেশের ব্যাটসম্যানরা।এ মুহুর্তে বাংলাদেশ দলকে যারা প্রতিনিধিত্ব করছে তারা এর আগে কেউ আন্তর্জাতিক ক্রিকেটে চায়নাম্যানের বোলিং খেলেননি।

সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ চায়নাম্যানের বল খেলেছিল ২০০৩ সালে। সেবার দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান বোলার পল অ্যাডামস দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ১২ উইকেট। এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৩১ ওভারে ৮ মেডেনে ১০৬ রানে নেন ১০ উইকেট। পরের ম্যাচে ঢাকায় ২০ ওভারে ৩ মেডেনে ৭৩ রানে নেন ২ উইকেট। ওই দুই ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন মোহাম্মদ আশরাফুল, আকরাম খান, অলোক কাপালি, হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিমরা। এরপর ১৪ বছর পর বাংলাদেশ খেলল চায়নাম্যানের বোলিং! প্রথম ইনিংসে ১ উইকেট পেলেও এখনও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বাকি বাংলাদেশের। উইকেট ভাঙছে, বল ঘুরছে, পাচ্ছে বাউন্স। কঠিন পরীক্ষায় তামিম, সৌম্যরা।



রাইজিংবিডি/ গল (শ্রীলঙ্কা)/৯ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়