ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুজাহিদের রায়ে আ’লীগের সন্তোষ প্রকাশ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ১৭ জুলাই ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
মুজাহিদের রায়ে আ’লীগের সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৭ জুলাই: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়ার রায়ে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পরপরই এই প্রতিক্রিয়ার কথা জানায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আ’লীগের এক বর্ধিত সভায় তিনি এ প্রতিক্রিয়া জানান।

এ সময় হানিফ জামায়াতকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করেন। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি  বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল করা উচিত।

তিনি আরো বলেন, জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের রায় বর্তমান সরকারের আমলেই কার্যকর করা হবে। জামায়াতের বিরুদ্ধে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।  দেশবাসীর কাছে আহবান জানাই তারা যেন রায় কার্যকরের ব্যাপারে সরকারকে সহযোগিতা করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী নিধন ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের হত্যা ধর্ষণের ঘটনার দায়ে জামায়াতে ইসলামীর শীর্ষনেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুর ২টার কিছুক্ষণ আগে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এ রায় দেন।

 

রাইজিংবিডি/এফএস/এলএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়