ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রিমিয়াম আয় বেড়েছে ন্যাশনাল লাইফের

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২৭ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিমিয়াম আয় বেড়েছে ন্যাশনাল লাইফের

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা।

 

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ২০১৬-সেপ্টেম্বর ২০১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়।

 

আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ১৭ কোটি ৫৩ লাখ টাকা।

 

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ৩০ কোটি ৯৫ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৬৫ কোটি ৯৫ লাখ টাকা।

 

আলোচিত সময়ে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৬ কোটি ৩৫ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা।

 

উল্লেখ্য, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকেও প্রিমিয়াম আয় বেড়েছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০১৬-জুন ২০১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে প্রিমিয়াম আয় বাড়ে ১৩ কোটি ৫২ লাখ টাকা। আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৮৩ কোটি ৬ লাখ টাকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ অক্টোবর ২০১৬/আশিক/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়