ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান হাফিজুর রহমান

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান হাফিজুর রহমান

শেখ হাফিজুর রহমান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকান্দি গ্রামের বৃদ্ধ শেখ হাফিজুর রহমান (৯৫) মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান।

১৯৭১ সালে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন তিনি। কিন্ত নানা কারণে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়নি তার নাম। বিভিন্ন সময় তালিকাভুক্তির আবেদন করেও তিনি ব্যর্থ হয়েছেন। সর্বশেষ গত ১৫ জানুয়ারি তালিকাভুক্তির জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন।

লিখিত আবেদনে শেখ হাফিজুর রহমান উল্লেখ করেন, ১৯৭১ সালে তিনি ভারতে ট্রেনিং নিয়ে বাংলাদেশের যশোরে আসেন। যশোরের মনোহরপুর গ্রামে তার ভাইয়ের বাড়িতে রাত যাপন করেন। পরের দিন এলাকায় ফিরে আসেন। এ খবর জানতে পেরে তার ভাই ও ভাইয়ের শ্যালককে রাজাকাররা গুলি করে হত্যা করে।

শেখ হাফিজুর রহমান মোল্লাহাটের নগরকান্দি ক্যাম্পে থেকে হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। পরে দেশ স্বাধীন হলেও তার না ওঠেনি মুক্তিযোদ্ধার তালিকায়। তিনি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।



রাইজিংবিডি/বাগেরহাট/১৮ জানুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়