ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে হারল বাংলাদেশ

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ৩০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার পাকিস্তান ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে।

 

এর আগে এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ধারাবাহিক পারফরম্যান্সে দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯২ রানের বড় ব্যবধানে হারায় টাইগ্রেসরা। কিন্তু চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে পারেনি রুমানা আহমেদের দল। ‘লজ্জার’ রেকর্ড গড়ে পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

 

ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে সানজিদা, ফারজানারা। ৪৪ রানে ‍গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন রান ছিল ৫৪। চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৫৪ করেছিল বাংলাদেশ। তবে এ বছরের সেপ্টেম্বরে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টি ম্যাচে ১০ ওভারে ৬ উইকেটে ৪৮ রান করেছিল বাংলাদেশ।

 

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন প্রাক্তণ অধিনায়ক জাহানারা আলম। ১১ রান করেন বর্তমান অধিনায়ক রুমানা আহমেদ। এছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। বল হাতে পাকিস্তানের সানা মির ৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস একাই ধসিয়ে দেন।

 

৪৫ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান। ইনিংসের শুরুতে খাদিজাতুল কুবরার বলে সাজঘরে ফিরেন আয়েশা জাফর (২)। এরপর আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। জাভেরিয়া খানের ২৬ ও ইরাম জাভেদের ১৭ রানে সহজে জয় নিশ্চিত করে শিরোপা প্রত্যাশীরা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৬/ইয়াসিন /টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়