ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেক্সিকোয় সঙ্গীত উৎসবে গুলি, নিহত ৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেক্সিকোয় সঙ্গীত উৎসবে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি সঙ্গীত উৎসবে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন । স্থানীয় সময় সোমবার ভোররাতে প্লায়া ডেল কারমেন রিসোর্টের ব্লু প্যারট নাইটক্লাবে এ ঘটনা ঘটে।

সলিডারিড্যাড শহরের মেয়র ক্রিস্টিনা টোরেস জানিয়েছেন, বিপিএম ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল চলাকালে ব্লু প্যারট নাইটক্লাবে এক বন্দুকধারী গুলি ছোঁড়ে। এতে নিহত হয় পাঁচজন। এসময় পদদলিত হয়ে আহত হয় আরো ১৫ জন। নিহতদের মধ্যে তিনজন বিদেশি আছে।

মেয়র ক্রিস্টিনা নাইটক্লাবের ভেতরে গুলির কথা বললেও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ক্লাবের বাইরে গুলি ছোঁড়া হয়েছিল।

লন্ডনভিত্তিক সঙ্গীত ম্যাগাজিন মিক্সম্যাগের এক সম্পাদক ঘ্টনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন,  রাত ২ টা ৪৫ মিনিটের দিকে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়া হয়। ক্লাবের সামনের অংশে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘নিরাপত্তারক্ষীরা প্রথমে ভেবেছিল এটি হয়তো আতশবাজি ফোটানোর আওয়াজ। তারা লোকজনকে শান্ত করার চেষ্টা চালায়। তবে এরপরও লোকজন দৌড়াদৌড়ি করছিল এবং বলছিল তারা বন্দুক দেখেছে।’

আয়োজকদের পক্ষ থেকে তাদের ফেইসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এরকম অনর্থক নৃশংসতার মর্মবেদনা থেকে আমরা নিশ্চয়ই বেরিয়ে আসব। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আমরা পূর্ণ সহযোগিতা করছি, যাতে তারা তদন্ত কাজ এগিয়ে নিতে পারেন।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়