ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেহেরপুর ঘুরে গেলেন জয়পুরহাটের সাংবাদিকরা

মহাসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেরপুর ঘুরে গেলেন জয়পুরহাটের সাংবাদিকরা

পুলিশের দেওয়া প্রীতিভোজের একাংশ

মেহেরপুর প্রতিনিধি : ঐতিহাসিক মেহেপুর ঘুরে গেলেন জয়পুরহাটের সাংবাদিকরা। প্রায় দুদিন এ জেলাতে ব্যস্ত সময় পার করে শনিবার রাতে জয়পুরহাটের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

 

এর আগে ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন, পুলিশের দেওয়া প্রীতিভোজ ও পৌর মেয়রের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জয়পুরহাটের সফরকারী সাংবাদিকবৃন্দ।

 

জয়পুরহাট প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে দুপুরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা ও দায়রা জজ রবিউল হাসান, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, গাংনী পৌরসভার মেয়র আহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা আওয়ামী লীগের প্রাক্তন সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গাংনী উপজেলার প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট শফিউদ্দিন শফি, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়ারউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলসহ জয়পুরহাটের সাংবাদিকবৃন্দ ও মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলোসহ মেহেরপুরের সাংবাদিকবৃন্দ।

 

পৌর মেয়রের সাথে জয়পুরহাট সাংবাদিকদের মত বিনিময়

বিকেলে মেহেরপুর পৌরসভার মেয়রের আমন্ত্রণে জয়পুরহাট প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ মেহেরপুর পৌরসভা কার্যালয়ে যান। জয়পুরহাটের সাংবাদিকরা এ সময় পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় শেষে পৌরসভার সৌন্দর্য উপভোগ করেন।

 

এর আগে এদিন সকালে জয়পুরহাটের সাংবাদিকবৃন্দ ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন। তারা বাংলাদেশের প্রথম সরকার গঠনের স্থান মুজিবনগর আ¤্রকানন, শপথ গ্রহণ স্থানে স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র, স্মৃতিকেন্দ্রের বাইরে জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের কালরাত্রির চিত্র, পাকবাহিনীর নারী নির্যাতনের চিত্র, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান, ১২ আনসার কর্তৃক অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান ও সেক্টর বণ্টনসহ অরোরা, নিয়াজি এবং একে খন্দকারের উপস্থিতিতে পাকবাহিনীর আত্মসমর্পণের দৃশ্য সংবলিত ভাস্কর্য ও প্রতিকৃতিসহ মুক্তিযুদ্ধকালীন গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতিকৃতি, ৬ দফাভিত্তিক গোলাপ বাগান, বঙ্গবন্ধু তোরণ ইত্যাদি দেখেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা শ্রোদ্ধাভরে স্মরণ করেন।

 

রাত ১০টায় ডিনার শেষে তারা জয়পুরহাটের উদ্দেশে মেহেরপুর ত্যাগ করেন। এ সময় পুলিশ সুপার হামিদুল আলম ও মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো তাদের বিদায় জানান।

 

উল্লেখ্য, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলমের আমন্ত্রণে জয়পুরহাটের ২২ জন সাংবাদিক শুক্রবার বিকেলে মেহেরপুর পৌঁছান।

 

 

রাইজিংবিডি/মেহেরপুর/২৬ এপ্রিল ২০১৫/মহাসিন আলী/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়